জাতীয়

পুলিশের গাড়িতে ঢামেকে ভর্তি হওয়া সেই নারীর কোলে নতুন অতিথি

পুরান ঢাকার কসাইটুলী এলাকায় করোনা আক্রান্ত সেই গর্ভবতী নারীর পুত্র সন্তান হয়েছে।

Advertisement

গত ৬ মে বংশালের কসাইটুলীর করোনা উপসর্গযুক্ত সেই নারীর প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। পরে তার স্বামী বংশাল থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই দিনেই ওই নারীর করোনা টেস্ট করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বাড়িতে রেখে গর্ভবতী সেই নারীর সেবা করতে থাকেন। ৭ মে সেই নারীর করোনা পজেটিভ আসে।

সোমবার (১১ মে) সকালে ওই নারীর আবারও প্রসব বেদনা শুরু হয়। কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে তার স্বামী আবারও থানা পুলিশের সহায়তা নেন।

এরপর তাকে নিয়ে ঢামেকে যায় বংশাল থানা পুলিশ। হাসপাতারে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

Advertisement

বংশাল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির জাগো নিউজকে বলেন, তাদের ফোন পেয়ে ফোর্সসহ বাসায় গিয়ে স্বামী এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক পরিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুলিশের গাড়িতে করে ঢামেকে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।

এর আগে ৬ মে অন্তঃসত্ত্বা এ নারীর জ্বর ও গলাব্যাথা শুরু হয়। কোনো হাসপাতাল যখন তাকে ভর্তি নিচ্ছিল না তখন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) মুনতাসিরুল ইসলামকে বিষয়টি জানান অন্তঃসত্ত্বার স্বামী জাহিদুর রহমান। এরপরই দ্রুত ওই সন্তানসম্ভবা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এআর/এএইচ/এমকেএইচ

Advertisement