জাতীয়

করোনায় হতদরিদ্রদের পাশে মতিঝিল মডেলের সাবেক শিক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে সারাদেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। অফিস-আদালত-গণপরিবহনসহ প্রায় সব বন্ধ থাকার ফলে কাজকর্ম হারিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এই বাস্তবতায় হতদরিদ্র ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন রাজধানীর মতিঝিল মডেল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (মেক্সা) সদস্যরা।

Advertisement

এই সংগঠনের সদস্যরা শুধু খাদ্যদ্রব্য নয়, ওষুধ সামগ্রীও পৌঁছে দিচ্ছেন হতদরিদ্রদের কাছে। প্রাথমিকভাবে সাত হাজার পরিবারকে টার্গেট করে তারা তাদের এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রায় দুই হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে মেক্সার ত্রাণ সামগ্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম।

জানা গেছে, ‘মেক্সা কোভিড ফাইট ১৯’ শীর্ষক ব্যানারে চলছে সংগঠনটির এই সেবামূলক কার্যক্রম। এ কর্মকাণ্ডে জড়িতরা জানান, বর্তমান সময়ে ঘরে খাবার না থাকলেও লোকলজ্জার ভয়ে এ বিষয়টি কাউকে বলতে পারছেন না অনেকে। বিষয়টি মাথায় রেখে মেক্সা মোবাইল সেবা কার্যক্রম চালু রেখেছে। যে কেউ মোবাইল ফোনে তার পরিচয় গোপন রেখে ত্রাণ সামগ্রী গ্রহণ করতে পারবেন। মেক্সার কর্মীরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন সহায়তাপ্রার্থীর ঘরে।

মেক্সার সংগঠকরা জানিয়েছেন, তাদের সদস্যদের নিজ উদ্যোগে চালানো হচ্ছে এই কার্যক্রম। এখানে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশায় জড়িত মতিঝিল মডেলের সাবেক শিক্ষার্থীরা। রয়েছেন ৬০ জন চিকিৎসকও। যারা প্রতিনিয়ত বর্তমান পরিস্থিতিতে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।

Advertisement

এইচএ/এমএস