নওগাঁয় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
Advertisement
সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববারা রাত ৯টার দিকে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো ইমেইলে ১৬৫টি নমুনার ফলাফল আসে। এরমধ্যে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। পত্নীতলা উপজেলার চারজন, বদলগাছীর দুজন, মান্দার একজন ও ধামইরহাট উপজেলায় একজন।
নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে যিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।
Advertisement
তিনি আরও বলেন, নতুন আক্রান্ত আটজনের মধ্যে সাতজনই স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আব্বাস আলী/এফএ/এমকেএইচ