দেশজুড়ে

নতুন শনাক্ত নেই, রাঙ্গামাটির প্রথম চারজনই দ্বিতীয় টেস্টে নেগেটিভ

রাঙ্গামাটিতে প্রথমবারের মতো করোনা পজিটিভ রিপোর্ট আসা চারজনের সবার দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। রোববার দুইজনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর আজ সোমবার দুপুরে বাকি দুজনেরও নেগেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া নতুন করে জেলায় আর কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

Advertisement

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট। এখন আমরা তৃতীয় পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করব। তৃতীয় পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত চারজনই বর্তমান অবস্থায় থাকবেন।

প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলা থেকে এ পর্যন্ত ৪৬২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩০১টি। এদের মধ্যে চারজনের রিপোর্ট গত ৬ মে পজিটিভ আসে। পরদিন দ্বিতীয় নমুনা সংগ্রহ করে পাঠায় রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস। সেই নমুনার রিপোর্টের মধ্যে রাঙ্গামাটি সদর হাসপাতালের একজন নার্স এবং হাসপাতাল সংলগ্ন মোল্লাপাড়া এলাকার একজন শ্রমিকের রিপোর্ট রোববার (১০ মে) নেগেটিভ আসে। আর আজ (১১ মে) রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটার ৯ মাস বয়সী শিশু এবং দেবাশীষ নগরের ১৯ বছর বয়সী তরুণের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement

সাইফুল উদ্দিন/এফএ/এমকেএইচ