করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে গ্রাম পুলিশের প্রণোদনার জন্য ৬ কোটি টাকা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
Advertisement
এই টাকা থেকে ৪,৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) এক হাজার ৩০০ টাকা করে দেয়া হবে।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রণোদনা দিয়ে আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরিকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি থেকে উত্তোলন করে প্রত্যেক গ্রাম পুলিশকে এক হাজার ৩০০ টাকা করে সরাসরি প্রদান করবেন।
Advertisement
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেয়া হলো বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
আরএমএম/জেডএ/জেআইএম