সৈয়দ আমানত আলী
Advertisement
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেট এলাকা থেকে ৭০০ পুরিয়া (১৪০ গ্রাম) হেরোইনসহ মো. আমিনুল ইসলাম (১৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রোবাবার (১০ মে) ভোর সাড়ে ৫টায় সাদেক খান কৃষি মার্কেট এলাকায় থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাবের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সহযোগী কয়েকজন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, তার সাথে থাকা সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
Advertisement
অভিযানের বিষয়ে জানতে চাইলে র্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন (পরাগ) জাগো নিউজকে বলেন, আমরা গোপন সংবাদ পাই রায়েরবাজার এলাকায় হেরোইন কেনাবেচা হয়। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি করি। এর একটি সংবাদ আসে ১০ তারিখ ভোরে। এরপর আমরা তাদের মধ্য থেকে একজনকে আটক করলে তার কাছ থেকে ১৪০ গ্রাম (৭০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করি। তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের ধরার জন্য অভিযান চলছে।
আমিনুল ইসলাম বরিশালের গৌরনদী থানার কলাবাড়িয়ার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডের হেমায়েত গাজীর বাসার ভাড়াটিয়া।
বিএ/জেআইএম
Advertisement