খেলাধুলা

‘পথচারীদের এক বেলা খাবার দেয়া ছাড়া কিছুই করছে না বাফুফে’

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেছেন, ‘করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। যার প্রভাবে থমকে আছে ক্রীড়াঙ্গন। কঠিন সময় পার করছেন তৃণমূলের কোচ, ফুটবলার, সংগঠক থেকে শুরু করে রেফারিরা। নিদারুণ অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা। এই দুর্দিনে যাদের পাশে থাকার কথা, সাহায্য-সহযোগিতা করার কথা সেই ফুটবল ফেডারেশন যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পথচারীদের মাঝে এক বেলা খাবারের প্যাকেট বিতরণ ছাড়া করোনায় দৃশ্যত কোন কাজ চোখে পড়েনি বাফুফের।’

Advertisement

ঢাকা মহানগরীর অধীনে থাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) ক্লাবগুলোকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) একটা উদ্যোগ নিয়েছিলাম যে, প্রথম পর্যায়ে যারা ফুটবলার তৈরি করেন অর্থাৎ কোচ তাদের সাপোর্ট দেব। ইতোমধ্যে আমরা প্রথম পর্বের কাজ সম্পন্ন করেছি। ৬৪ জেলার ডিএফএ’র সভাপতিদের মাধ্যমে আমরা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফ) মাধ্যমে যে তালিকা করেছিলাম সেই তালিকা ধরে কোচদের আর্থিক সহযোগিতা করেছি।’

দুস্থ কোচ, খেলোয়াড়দের সহায়তার জন্য বাফুফেকে আহবান জানিয়ে রুহুল আমিন বলেন, ‘যে কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের করা উচিত ছিল, সেই তারা কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে বসে আছে। বাংলাদেশ ফুটবলের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা ফুটবলের জন্য অশনি সংকেত। যখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে, বাংলাদেশের কোথাও ফুটবল নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফুটবল নিয়ে যারা কাজ করেন অর্থাৎ কোচ, ফুটবলার, সংগঠক, রেফারি ওনারা কিন্তু কারো কাছে হাত পাততে পারেন না। বাফুফের কিন্তু তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। তাদেরকে যতটুকু পারত সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু তারা কোনো কিছুই করেনি। আমি ফুটবল ফেডারেশনকে আহবান করব কালবিলম্ব না করে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের যারা কোচ আছেন, দুস্থ খেলোয়াড় আছে, রেফারি আছেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়ানো।’

Advertisement

আরআই/এসএএস/এমকেএইচ