ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাজধানী ফেরত তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
Advertisement
সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে পাওয়া পরীক্ষার ফলাফল তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্ত তিনজনই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। তারা সম্প্রতি রাজধানী ঢাকা থেকে ফিরেছেন।
Advertisement
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডা. অনুপ। তিনি জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এসআর/জেআইএম