চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আরও দুই লাখ টন ধান কিনবে সরকার। এই অতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রোববার (১০ মে) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
Advertisement
গত ৩০ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরোতে ১৯ লাখ ৫০ হাজার টন ধান-চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে, গুদাম খালি থাকা সাপেক্ষে আরও ধান চাল কেনার সিদ্ধান্ত নেয় কমিটি।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল কেনার কথা ছিল। এখন ধান আরও দুই লাখ টন বাড়ার কারণে মোট ধান সংগ্রহ হবে ১০ লাখ টন। আর ধান-চাল মিলে সংগ্রহের পরিমাণ মোট হবে ২১ লাখ ৫০ হাজার টন।
বোরো ধান গত ২৬ এপ্রিল থেকে কেনা শুরু হয়েছে। ৭ মে থেকে শুরু হয়েছে চাল সংগ্রহ। ধান-চাল সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।
Advertisement
অতিরিক্ত দুই লাখ টন ধানের মধ্যে রংপুর বিভাগ থেকে ৪০ হাজার ৫৭ টন, রাজশাহী বিভাগ থেকে ৩৯ হাজার ৮২৯ টন, ঢাকা বিভাগ থেকে ৫৫ হাজার ১০৫ টন, খুলনা বিভাগ থেকে ২৩ হাজার ৪৭৬ টন, চট্টগ্রাম বিভাগ থেকে ২১ হাজার ৬৩৪ টন, সিলেট বিভাগ থেকে ১৫ হাজার ৬০৮ টন ও বরিশাল বিভাগ থেকে ৪ হাজার ২৯১ টন কেনা হবে।
আরএমএম/এসআর/জেআইএম