খেলাধুলা

তামিমের লাইভে মজা, অতঃপর জাভেদ ওমরের করোনায় আক্রান্ত হওয়ার গুজব

সোশ্যাল মিডিয়ায় সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের নিয়ে প্রতিদিনই লাইভ অনুষ্ঠান করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চমৎকার উপস্থাপনা দিয়ে এরই মধ্যে নিজেকে অন্য জায়গায় উপনীত করে ফেলেছেন তিনি। আজ যেমন তার লাইভে অংশ নেন সাবেক তিন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন।

Advertisement

সেখানেই নানা বিষয় নিয়ে মজা করতে গিয়ে জাভেদ ওমরের প্রসঙ্গ চলে আসে এবং জাভেদ ওমরের করোনা পজিটিভ বলে মজা করেন হাবিবুল বাশার সুমনরা।

আর যায় কোথায়, অমনিই নিউজের খোরাক মনে করে ঝাঁপিয়ে পড়লো বেশ কিছু অনলাইন। সঙ্গে সঙ্গে নিউজ হয়ে গেলো, ‘করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু।’ এমনকি হাবিবুল বাশারের একটি কমেন্টসও তারা সেখানে জুড়ে দিয়েছে। হাবিবুল বাশার নাকি বলেছেন, ‘জাভেদ ওমরের অবস্থা এখন স্থিতিশীল। তিনদিন আগে টেস্ট করান তিনি। পরে জানা গেলো করোনা পজিটিভ।’

কিন্তু বিষয়টা হাবিবুল বাশাররা যতটা না মজা করেছেন, তার চেয়ে বেশি সিরিয়াস হয়ে গেছে তথাকথিত অনলাইনগুলো। তারা তো নিউজ করেই শেষ। অন্যদিকে, এই নিউজ দেখে জাভেদ ওমর বেলিমের মুঠোফোনে শুরু হয় কলের বন্যা। সবাই তার খোঁজ জানতে চায়, কবে, কিভাবে, কি হলো জানতে চায়।

Advertisement

সব শুনে তো জাভেদ ওমর নিজেই অবাক। কথায় বলে, ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই।’ জাভেদ ওমরেরও হয়েছে একই অবস্থা। তিনি নিজেই জানেন না, ঘটনা কি। অথচ, বাইরের দুনিয়ায় তোলপাড়।

জাগো নিউজের সঙ্গেও কথা হলো তার সঙ্গে। এই প্রতিবেদককে জাভেদ ওমর নিজেই জানালেন, ‘আরে নাহ! পুরো খবরটাই ভুয়া। আমি নিজেই জানি না, আমার করোনা হয়েছে কি না। আমি তো দিব্যি সুস্থ আছি। এমনকি টেস্ট করাতেও যাইনি। কিন্তু কিছু মিডিয়ায় এই খবর আসার কারণে আমি নিজে পড়ে গেছি বিপাকে। সমানে কল আসতেছে।’

ঘটনার সূত্রপাত কিভাবে, সেটা টের পেয়েছেন জাভেদ। তিনি নিজে জাগো নিউজকে সেটা জানালেন। বলেন, ‘তামিমের লাইভে হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয় আমাকে নিয়ে মজা করেছে। তারা এমনিতেই সব সময় আমাকে নিয়ে বেশ মজা করে। আগেও করতো। আজকে লাইভে এসেও করলো। মজা করেই আমার করোনা হইছে বলে সেখানে আলাপ করে। কিন্তু মজার বিষয়টা বুঝতে না পেরে সেখান থেকেই নিউজ করে দিয়েছে কিছু অনলাইন মিডিয়া। আসলে আমার করোনা-ফরোনা কিছুই হয়নি।’

এআরবি/আইএইচএস

Advertisement