দেশজুড়ে

সুনামগঞ্জে করোনাজয় করে বাড়ি ফিরলেন আরও ৬ জন

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার (১০ মে) সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঁচজন ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন।

Advertisement

এ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন।

তিনি বলেন, শাল্লা ও ছাতকে করোনায় আক্রান্ত হওয়ার পর ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় তিন বার নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফিরে গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজরে থাকবেন।

তিনি আরও বলেন, ছাড়পত্র পাওয়া সবাই সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।এছাড়া সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতাল, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।

Advertisement

গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপরই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ