করোনা পরিস্থিতিতে দেশের সব কারাগার থেকে লঘুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি কারাগার থেকে মুক্তি পেলেন ছয়জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের এক আদেশে শনিবার তাদেরকে মুক্তি দেয় ঝালকাঠি কারা কর্তৃপক্ষ।
Advertisement
তারা হলেন- ঝালকাঠি কিস্তাকাঠির আব্দুল গণি মিয়ার ছেলে নয়ন (২৭) মাদক মামলায় ছয় মাসের সাজা হয়ে দুই মাস কারাভোগের পর মুক্তি পান, পৌর এলাকার কলেজ মোড়স্থ রামলাল কংশবনিকের ছেলে রনজিৎ কংশবনিক (৩৭) মাদক মামলায় ছয় মাসের সাজায় দেড় মাস কারাভোগের পর মুক্তি পান, শহরের আমতলা সড়কের ধীরেন সিংহের ছেলে কুকন সিংহ (৩২) মানহানি মামলায় এক বছরের সাজায় দুই মাস কারাভোগের পর মুক্তি পান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শাহআলম মুন্সির ছেলে সোহাগ মুন্সি (২৫) বাল্যবিয়ে আইনের মামলায় এক বছরের সাজায় দুই মাস কারাভোগের পর মুক্তি পান।
একই উপজেলার হামিদ খানের ছেলে সান্টু খান (৪৫) বাল্যবিয়ে আইনের মামলায় এক বছরের সাজায় দুই মাস কারাভোগের পর মুক্তি পান। এছাড়া নলছিটি উপজেলার মোতালেব হাওরাদারের ছেলে তারেক হাওলাদার (২৮) মাদকের মামলায় ছয় মাসের সাজায় দেড় মাস কারাভোগের পর মুক্তি পান।
ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম বলেন, শুক্রবার আমরা এই মুক্তি আদেশ হাতে পেয়েছি। ঝালকাঠি কারাগারে থাকা ছয় কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
Advertisement
আতিক/এএম/এমকেএইচ