জাতীয়

সমাজসেবা কমপ্লেক্স দ্রুত নির্মাণের সুপারিশ

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী  যে সমস্ত জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের কথা ছিল তা দ্রুত নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সদস্য আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের ছাড়াও বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধি, চাকরির ক্ষেত্রে এতিম কোটা পূরণের সর্বশেষ অবস্থা ও সমাজসেবা অধিদফতরাধীন অবশিষ্ট ৪টি সমাফত উন্নয়ন প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।এইচএস/এএইচ/আরআইপি

Advertisement