করোনাভাইরাস মহামারিতে যখন সারাদেশ থমকে আছে তখনও থেমে নেই ভেজাল কারবারিদের দৌরাত্ম্য। রোববার পুরান ঢাকায় নকল কসমেটিকস তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে বিএসটিআই। একই সঙ্গে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের দুই ট্রাক নকল হেয়ার অয়েল ও কসমেটিকস জব্দ করেছে সংস্থাটি। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
করোনাভাইরাসে সৃষ্ট এ লকডাউন পরিস্থিতিতেও বিএসটিআই নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। রোববার প্যারাসুট নারকেল তেল, প্যারাসুট বেলি ফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল হেয়ার অয়েল ও কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।
রাজধানীর চকবাজার এবং বেগমবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে বেলা ১১টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নামিদামি প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করায় বেগমবাজারের কে এম আজম লেনের একটি কারখানার দায়িত্বপ্রাপ্ত ও পরিচালনাকারী মো. আনোয়ার হোসেন (৩৫) ও মো. নয়নকে (১৯) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Advertisement
মোবাইল কোর্টের মাধ্যমে ওই কারখানা থেকে দুই ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। বিএসটিআই’র এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমইউএইচ/এমএফ/এমকেএইচ