জাতীয়

‘প্রতীকী মানুষের’ অবস্থান কর্মসূচি

ক্ষেতমজুরদের নগদ অর্থ, খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের কাজের নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানুষের অবয়বে প্রতীকী রূপ প্রদর্শনের মাধ্যমে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছে।

Advertisement

করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় জনসমাগম পরিহার করে ঘণ্টাব্যাপী ‘প্রতীকী মানুষের’ এ অবস্থান কর্মসূচি সবার দৃষ্টি কাড়ে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশে সারাদেশে অঘোষিত ‘লকডাউন’ পরিস্থিতি চলমান। এমন পরিস্থিতির নির্মম শিকার গ্রামের শ্রমজীবী দিনমজুর মানুষ। যাদের বেঁচে থাকাটাই দিন দিন কষ্টকর হয়ে উঠেছে। গ্রামীণ মজুরদের বাঁচাতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নগদ অর্থ প্রদান এবং ঘরে ঘরে বিনামূল্যে রেশন পৌঁছে দেয়ার দাবি জানায়। একই সাথে ক্ষেতমজুরদের কাজের নিশ্চয়তা প্রদান এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ধান কাটার সাথে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা, ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষারও দাবি জানান তারা। এছাড়া সকল ধরনের এনজিও ঋণ মওকুফ করার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানায় ক্ষেতমজুর সমিতি।

Advertisement

ত্রাণের বরাদ্দ লুটপাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষেতমজুরদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান তারা।

এফএইচএস/এমএআর/এমকেএইচ