দেশজুড়ে

দিনাজপুরে ১১৮৩ মণ্ডপে দুর্গােৎসব

দিনাজপুরে দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। শিল্পীরা প্রতিমায় তাদের হাতের শেষ আচর দিতে শুরু করেছেন। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এবার দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১১৮২টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন এ তথ্য জানান। ১৮ অক্টোবর থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হবে। পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব এর পাশাপাশি পাঁচ হাজার ৩৬৮ জন আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। দিনাজপুর জেলায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিনটি এলাকায় ভাগ করে দিনাজপুরে পূজার নিরাপত্তা দেয়া হবে। যাতে করে দর্শণার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপে ঘুরতে পারেন। এবারে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৪৯টি, বিরল উপজেলায় ৯২টি  চিরিরবন্দর উপজেলায় ১৩৮টি, পার্বতীপুর উপজেলায় ১৪৮টি, ফুলবাড়ী উপজেলায় ৫৩টি, খানসামা উপজেলায় ১১০টি, কাহারোল উপজেলায় ৯৭টি, বীরগঞ্জ উপজেলায় ১৪৭টি, বোচাগঞ্জ উপজেলায় ৮৮টি, নবাবগঞ্জ উপজেলায় ৭৬টি, বিরামপুর উপজেলায় ৩৩টি, হাকিমপুর উপজেলায় ১৬টি, ঘোড়াঘাট উপজেলায় ৩৬টিসহ মোট ১১৮৩টি পূজা মণ্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৮৬টি ও গুরুত্বপূর্ণ ৩৭৬টি এবং ৫২১টি সাধারণ পুজা মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এদিকে অধিক গুরুত্বপূর্ণ ২৮৬টি মণ্ডপের প্রত্যেকটিতে ১৭ জন, গুরুত্বপূর্ণ ১৫ এবং সাধারণ মণ্ডপে ১০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।পুলিশ বাহিনীর ১১৮৩ জন, আনসার বাহিনীর ১৪ হাজার ১৩২ জন নিয়োজিত থাকবে। এছাড়াও র্যাব সদস্যদের টহল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অভিযান টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসন মীর খায়রুল আলম জাগো নিউজকে জানান, দিনাজপুরের পুজা মণ্ডপগুলোতে ৪৮২ কেজি করে ৫০৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

Advertisement