দেশজুড়ে

যুবলীগের খাদ্য সহায়তা পেল দুই হাজার পরিবার

গাজীপুরের করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে খাদ্য সংকটে থাকা দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে শ্রীপুর উপজেলা যুবলীগ।

Advertisement

রোববার (১০ মে) শ্রীপুর সদরে রহমত আলী বাসভবন থেকে উপজেলাব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল।

শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের এক নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে খাদ্য সংকটে থাকা সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো কথা বলেছেন। এরই প্রেক্ষিত্রে যুবলীগের উদ্যোগে উপজেলাব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে নতুন তালিকা করে আরও খাদ্য সহায়তা বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণের আগে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়াত ছয় বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কবর জিয়ারত করেন।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, আহসান উজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক রুহুল, মোস্তাফিজুর রহমান রিপন, শাহাদত হোসেন রানা, মো. হারুন মোড়ল, মো. তরিকুল ইসলাম রিপন, ইদ্রিস আলী, মো. শরীফ হায়দার মৃধা, মো. আলাউদ্দিন বাচ্চু, মো. আ. সাত্তার সরকার, সানোয়ার হোসেন, হাসানুল আকন্দ শাওন, মো. হুমায়ুন কবীর, মো. নিহার মেম্বার, মো. ফয়সাল মাহ্মুদ, মো. মুখলেছুর রহমান, মো. ফারুক আহমেদ, মো. গোলজার হোসেন ও মো. মজিবুর রহমান লিটন প্রমুখ।

শিহাব খান/এএম/এমকেএইচ