দেশজুড়ে

শিবচরে গোপনে দাফন করা মাংস বিক্রেতার শ্যালক করোনায় আক্রান্ত

মাদারীপুরের শিবচরে গোপনে দাফনকৃত ঢাকার সেই মাংস বিক্রেতার শ্যালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই ব্যক্তির পরিবারের তিন সদস্য আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

Advertisement

শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, এই পরিবারের এক সদস্য মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন করা হয়। গত ৩০ এপ্রিল ওই ব্যক্তির করোনা শনাক্তের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

গত বুধবার ওই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। রোববার ওইব্যক্তির শ্যালকের (৩৮) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫। এদের মধ্যে দুইজন মারা গেছেন, ১৬ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি শিবচর উপজেলায়।তাকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

একে এম নাসিরুল হক/এমএএস/এমকেএইচ