ঢাকা মহানগরীর পাঁচটি থানা এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক হাজার ৫০০ অসচ্ছল পরিবারের (শহর প্রতিরক্ষা বাহিনী) মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Advertisement
শুক্রবার ত্রাণসামগ্রী বিতরণ শুরু করা হয়। তিনদিন ধরে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন।
ঢাকা মহানগরীর কোতয়ালী, লালবাগ, সূত্রাপুর, শাহাবাগ এবং মোহাম্মদপুর- প্রতিটি থানায় ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।
জেলা কমান্ড্যান্ট আফজাল হোনেন বলেন, ঢাকা মহানগরীতে ২০টি থানায় সর্বমোট ৬০০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বাংলাদেশে যেকোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের পাশে থাকবে।
Advertisement
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মো. শরফুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট টিডিপি মো. আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসির নির্দেশে দেশের এই ক্রান্তিকালে বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় রোববার (১০ মে) ত্রাণ বিতরণের কাজ শেষ করা হয়।
এফএইচ/বিএ/এমএস
Advertisement