নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী ও গাড়িচালকসহ আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
Advertisement
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত হলেন। এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। যার মধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।
রোববার দুপুরে জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, ৭ মে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার দুপুরে তাদের রিপোর্টে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
সিভিল সার্জন বলেন, এর আগে ৬ মে নমুনা সংগ্রহ করা তিনজনের রিপোর্ট শনিবার রাতে পজিটিভ আসে। তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা; পেশায় ব্যাংক কর্মকর্তা। অপর দুইজনের একজন সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের মাদরাসাশিক্ষক। তিনি ছাতারপাইয়া বাজারে সৌদিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। অপরজন কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা। এ নিয়ে জেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হলেন।
Advertisement
মিজানুর রহমান/এএম/এমএস