কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় এখন থেকে ব্যবহৃত হবে রাজধানীর ইস্কাটনে অবস্থিত ৭০০ শয্যার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালটি। সরকারের পক্ষ থেকে সাময়িকভাবে গ্রহণপূর্বক কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করে এর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
Advertisement
রোববার (১০ মে) দুপুরে মন্ত্রী এ হাসপাতালের উদ্বোধন করেন। একই সঙ্গে হাসপাতালটি আজ থেকে আগামী অক্টোবর, ২০২০ পর্যন্ত কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় চলমান থাকবে বলে ঘোষণা দেন জাহিদ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হলি ফ্যামিলি হাসপাতালটিতে কোভিড-১৯ চিকিৎসা দেয়ার সব সুযোগ-সুবিধা বিদ্যমান। করোনার এই দুর্যোগে এরকম একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল কার্যকর ভূমিকা রাখতে পারবে।
হাসপাতালটিতে মোট ৭০০টি বেড রয়েছে। এর থেকে ৫০০টি বেড শুধু কোভিড-১৯ রোগীদের জন্য বরাদ্দ হয়েছে। এখানে পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মী রয়েছেন। পাশাপাশি হাসপাতালটিতে আইসিইউ রয়েছে ১০টি, ভেন্টিলেটর সাতটি, ডায়ালাইসিসের সাতটি মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এখানে আলাদা কেবিন রয়েছে ৭৫টিরও বেশি। করোনা চিকিৎসার জন্য যদি আরও কিছুর প্রয়োজন হয় সরকার এখানে তা প্রদান করবে— বলেন স্বাস্থ্যমন্ত্রী।
Advertisement
রোববার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা হানা দেয়ার পর এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২২৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭।
করোনার সংক্রমণ প্রতিরোধে বিশেষজ্ঞরা বেশি বেশি টেস্ট করার কথা বলছেন। এজন্য প্রয়োজন আরও বেশি পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে শুরুতে মাত্র একটি টেস্টিং ল্যাব ছিল। বিদেশ থেকে যখন যোগাযোগ বিচ্ছিন্ন, সেসময়ে এসে সরকার এখন ৩৫টি টেস্টিং ল্যাব চালু করেছে। প্রতিদিন পাঁচ হাজারের ওপরে টেস্ট করা হচ্ছে। দ্রুতই আরও ১৬টি টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। ফলে টেস্টিং সংখ্যা দিনে ৮-১০ হাজারে পৌঁছানো সম্ভব হবে। এই হাসপাতালেও দ্রুত অন্তত একটি টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।’
হলি ফ্যামিলি হাসপাতালটি কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করতে গত ৭ মে সরকারের স্বাস্থ্য খাতের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ (১০ মে) স্বাস্থ্যমন্ত্রী এটিকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা দেন।
প্রথম অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে করোনার প্রকোপ না কমলে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি।
Advertisement
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফর রহমান চৌধুরী হেলাল।
এমইউ/এমএআর/এমএস