সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়ে রমনা কর্পোরেট শাখায় যোগ দিয়েছেন বেলায়েত হোসেন। এর আগে তিনি ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখায় উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার পদে সোনালী ব্যাংকে যোগদান করেন। ৩১ বছরের চাকুরি জীবনে তিনি বিভিন্ন শাখা, কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিস প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বেলায়েত হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বি,কম (সম্মান) এবং এম, কম ডিগ্রী অর্জন করেন। এসএ/এএইচ/পিআর
Advertisement