খেলাধুলা

তামিম-তাসামুলের ব্যাটে চট্টগ্রামের লিড

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে তামিম ইকবাল এবং তাসামুল হকের দুটি অর্ধশতকে ভর করে লিড পেয়েছে চট্টগ্রাম বিভাগ। দিন শেষে ৩০ রানে এগিয়ে রয়েছে তারা। রাজশাহীর সানজামুল চার উইকেট লাভ করেন।রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ৪৩ রান নিয়ে ব্যাট করতে নামে চট্টগ্রাম বিভাগ। উদ্বোধনী জুটিতে ৭৯ রান করে চট্টগ্রামকে দারুণ সূচনা এনে দেন দুই সহোদর ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং নাফিস ইকবাল। ব্যক্তিগত ৬২ রানে সানজামুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম। ১০৬ বলে ছয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।এরপর সানজামুলের বোলিং তোপে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকও (৮) বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। দলীয় ১২৬ রানে সানজামুলের তৃতীয় শিকার হন অধিনায়ক নাফিস ইকবাল। ১২১ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এরপর ইয়াসির আলীকেও ফেরান সানজামুল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ২৩৮ রান করে চট্টগ্রাম বিভাগ। এরপ্রান্তে দারুণ খেলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন তাসামুল হক। তার সঙ্গে ৩৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন ইরফান শুক্কুর।রাজশাহীর পক্ষে চট্টগ্রামের হারানো চারটি উইকেটই তুলে নেন সানজামুল।প্রথম ইনিংসে ইফতেখার সাজ্জাদের বোলিং তোপে ২০৮ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ।আরটি/এএইচ/আরআইপি

Advertisement