ইউএস গুগল স্টোর থেকে এক ব্যক্তি একটি গুগল পিক্সেল ৪ অর্ডার করেছিলেন। যার দাম ছিল ৪৯৯ ডলার।
Advertisement
কিন্তু ডেলিভারি পাওয়ার সময় তাকে ১০টি গুগল পিক্সেল ৪ পাঠানো হয়েছে। এরপর তিনি রেডডিটে পুরো ঘটনা জানান।
ওই ব্যক্তি তার পোস্টে লিখেন, ‘আমি কালো রঙের পিক্সেল ৪ ফোন অনলাইনে ৪৯৯ ডলার দিয়ে অর্ডার করেছিলাম। তবে ফেডএক্সের কাছ থেকে দু’দিন দু’টি ডেলিভারিতে মোট ১০টি ফোন পেয়েছি। অর্থাৎ গুগল ৯টি ফোন বিনামূল্যে দিয়েছে।’
এর আগেও গুগল একই কাণ্ড করেছিল। গতবছর একটি ব্যক্তিকে ১টি ফোনের বদলে ১০টি ফোন পাঠিয়েছিল। যা পিক্সেল ৩ ফোন ছিল।
Advertisement
যদিও সে সময় ওই ব্যক্তি নতুন ফোন অর্ডার নয়, বরং ফোনের বদলে টাকা ফেরত চেয়েছিল। তখনও গুগল ভুল করে তাকে ১০টি ফোন পাঠায়।
এদিকে গুগল শিগগিরেই পিক্সেল ৪এ উন্মুক্ত করতে চলেছে। সম্প্রতি এই ফোনের ক্যামেরা স্যাম্পল সামনে এসেছে। স্প্যানিশ ব্লগার জুলিয়া লসন তার চ্যানেলে এই স্মার্টফোন থেকে তোলা কয়েকটা ছবি পোস্ট করেছেন।
পিক্সেল ৪এ ফোনে ৩,০৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে।
এএ
Advertisement