কৃষি খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।রোববার জাতীয় প্রেসক্লাবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, কৃষিখাতে উন্নয়ন কৌশল শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আলোচনা সভারটির আয়োজন করে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের প্রচারাভিযান, সিএসআরএল, অক্সফাম, গ্রো। অনুষ্ঠানের শুরুতে উন্নয়নের প্রচারাভিযানের পক্ষ থেকে জিয়াউল হক মুক্তা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।আব্দুল মান্নান বলেন, দেশের অর্থনীতিতে কৃষি খাত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ খাতে অনেক কিছুই প্রয়োজন। এগুলো দাবি আকারে তুলে ধরুন।উন্মুক্ত আলোচনায় নিয়ে বক্তারা বলেন, সাধারণ কৃষকের কীভাবে পুরোপুরি সেবা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে। সরকারি বিনিয়োগ বৃদ্ধি না পেলে ব্যক্তিগত বিনিয়োগও বাড়বে না। তাই আমাদের সামগ্রিক জায়গায় যেতে হবে নাহলে বারবার হোচটই খেতে হবে।আলোচনায় আরো অংশ নেন সংসদ সদস্য শিরিন আখতার, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, অক্সামের উইন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মনিষা বিশ্বাষ, ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর অধ্যাপক ড. নজরুল ইসলাম, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমূখ।এএস/এসকেডি/পিআর
Advertisement