গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা করতে চেয়ে তাদেরকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পরীক্ষার জন্য ৯০০ নমুনা কিট চায় সিডিসি। সেই ৯০০ কিট প্রস্তুতের পর সেগুলো নিতে গত ৫ মে সিডিসিকে চিঠি দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।
Advertisement
তবে রোববার (১০ মে) পর্যন্ত পাঁচ দিন অতিবাহিত হতে থাকলেও এখন পর্যন্ত সেই কিট নিতে আসেনি সিডিসি।
এ বিষয়ে রোববার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘সিডিসি এখনও আমাদের কাছ থেকে নমুনা কিট নেয়নি।’
গত ২৮ এপ্রিল কিটের সক্ষমতা যাচাই করতে চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দেয় সিডিসি।
Advertisement
অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিটের সক্ষমতা পরীক্ষার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। সরকারের সেই সিদ্ধান্তের আজ প্রায় ৯ দিন পার হলেও এখন পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে নমুনা কিট চায়নি বিএসএমএমইউ। তবে রোববার নমুনা কিট নেয়াসহ নানা বিষয়ে আলোচনা করতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দল বিএসএমএমইউতে গেছেন বলে জানা গেছে।
পিডি/এএইচ/পিআর