পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন করে দুই বোনসহ তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। এ ঘটনায় উপজেলার পৌর এলাকা লকডাউন করা হয়েছে।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, শনিবার (৯ মে) রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাব থেকে ওই তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত বৃহস্পতিবার (৭ মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, আক্রান্ত তিনজনের মধ্যে দুই বোন রয়েছেন। তারা সনাতন ধর্মাবলম্বী, ঢাকার মধ্য বাড্ডায় থেকে পড়াশুনা করতেন। আর অন্যজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারাসহ ১২ জন গত বৃহস্পতিবার একটি প্রাইভেটকারে করে বাড়িতে আসেন। ওই তিনজনের নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বাকিদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশসহ উপজেলা প্রশাসনের লোক পাঠিয়ে আক্রান্তদের বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
Advertisement
আরএআর/পিআর