অকারণে ঘোরাফেরা ও নির্ধারিত সময়ের পরও দোকান খোলা বন্ধে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪৯টি মামলায় ৩৮টি দোকান ও ১১ জনকে ৯৪ হাজার ৩০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এবং নির্ধারিত সময়ের পর যাতে দোকান-পাট বন্ধ রাখেন সেজন্য শনিবার (৯ মে) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় রমনা বিভাগে ২টি দোকানে ২২ হাজার টাকা ও ৯ জন ব্যক্তিকে ১ হাজার ৩০০ টাকা, মতিঝিল বিভাগে ৯টি দোকানে ৬ হাজার ৩০০ টাকা ও ১ জনকে ২০০ টাকা, তেজগাঁও বিভাগে ৭টি দোকানে ১৩ হাজার টাকা, মিরপুর বিভাগে ১২টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা এবং গুলশান বিভাগে ৮টি দোকানে ৪১ হাজার টাকা ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
সর্বমোট ৪৯টি মামলায় ৩৮টি দোকানে ও ১১ জন ব্যক্তির বিরুদ্ধে ৯৪ হাজার ৩০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
জেইউ/এমএসএইচ