জাতীয়

কেরানীগঞ্জে চিকিৎসকসহ এক হাসপাতালের ৭ জন করোনা আক্রান্ত

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

Advertisement

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক হাসপাতালের চিকিৎসকসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই সাতজনসহ একদিনে আরও ২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৪ জনে। আর মৃত্যু হয়েছে মোট ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

শনিবার (৯ মে) রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, করোনায় আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কেরানীগঞ্জের সাজিদা হাসপাতালের ৬৬ বছর বয়সী এক চিকিৎসকসহ (অধ্যাপক) আরও ছয়জন রয়েছেন। এছাড়া ৩ ও ৯ বছর বয়সী দুই শিশু রয়েছে। বাকিদের বয়স ১৯ থেকে ৫৫ বছর।

শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলে একদিনে নতুন করে ওই ২৮ রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৪ জনে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএইচ

Advertisement