আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রদল।
Advertisement
আশুলিয়া থানা ছাত্রদলের আয়োজনে শনিবার জিরাবো দেওয়ানবাড়িতে এক হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। কিন্তু দুর্যোগের মাঝেও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে আমাদের নেতাকর্মী হামলা-মামলা ও গ্রেফতার হচ্ছেন। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে করোনা আজ দেশে মহামারি আকার ধারণ করেছে। তবুও দেশে যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করোনামুক্ত হোক দেশ। আগামীতে ছাত্রদল করোনাযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। করোনা শুরুর পর থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। ভবিষতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Advertisement
আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বিকাশের সভাপতিত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রনি, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণবিশ্বিবিদ্যালয়ের (গবিচস) সাবেক জিএস তমিজ উদ্দিন তানভীর, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সরকার, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ পলান প্রমুখ।
আল-মামুন/এএম