দেশজুড়ে

ঈদের আগে খুলবে না ফেনীর কোনো মার্কেট

চলমান করোনা পরিস্থিতিতে ঈদের আগে সব প্রকারের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি।

Advertisement

শনিবার সংগঠনটির কার্যালয়ে আয়োজিত ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিসহ ১৮টি ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নিত্যপণ্যের দোকান, কাঁচামাল ও ফার্মেসি খোলা রাখা যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে এখন অচলাবস্থা চলছে। এ সময় দোকানপাট ও ব্যবসায়িক কেন্দ্র খোলা রাখা হলে কম সময়েই এ রোগ ছড়িয়ে পড়তে পারে। জীবিকার চেয়ে জীবন বড়। জীবন বাচাঁনোর জন্য আমরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফেনী শহরের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নেয়া হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মনিটরিং কমিটিও ঘোষণা করা হয়েছে।

রাশেদুল হাসান/এএম/জেআইএম

Advertisement