দেশজুড়ে

মাগুরায় করোনা থেকে সুস্থ হলেন তিন গার্মেন্টসকর্মী

মাগুরায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন গার্মেন্টসকর্মী। তবে তাদের এখনও ছাড়পত্র দেয়া হয়নি। দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা হবে। নেগেটিভ এলে তাদের ছাড়পত্র দেয়া হবে।

Advertisement

এরই মধ্যে মাগুরায় গতকাল শুক্রবার নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে মাগুরায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা আটজন। এর মধ্যে মাগুরা সদর উপজেলার তিনজন, শ্রীপুর উপজেলার তিনজন এবং শালিখা উপজেলার দুইজন।

মাগুরায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগীডাঙা গ্রামের এক ব্যক্তি। ১৭ এপ্রিল ঢাকা থেকে পরিবার নিয়ে এলাকায় আসেন তিনি। পেশায় তিনি পোশাককর্মী। এরপর শ্রীপুর উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হন। বর্তমানে এই তিনজন সুস্থ।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, মাগুরার প্রথম করোনা আক্রান্ত তিনজনের করোনা নেগেটিভ এসেছে। তারা সুস্থ আছেন। তবে আরেকবার নমুনা পরীক্ষা করা হবে। এরপর নেগেটিভ এলে তাদের ছাড়পত্র দেয়া হবে। সুস্থ হওয়া তিনজনই পোশাকশ্রমিক। তাদের একজনের বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নে। অন্য দুইজন শ্রীপুর উপজেলার বাসিন্দা।

Advertisement

আরাফাত হোসেন/এএম/জেআইএম