মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ৫৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আচমাদ ইউরিয়ানতো করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্স।
Advertisement
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৪৫ জন। নতুন করে একদিনে আরও ১৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫৯। এছাড়া আক্রান্তদের মদ্যে ২ হাজার ৬০৭ জন সুস্থ হয়েছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর শনিবার পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৭০০ জন সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় ভাইরাসটির বিস্তার রোধে দেশের নাগরিকদের ঘরে থাকার অনুরোধ করেছেন আচমাদ ইউরিয়ানতো
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে গত ১১ মার্চ প্রথম কেউ করোনায় মারা যান। এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় করোনার বিস্তার রোধে এই অঞ্চলের দেশগুলো লকডাউনসহ নানা রকম বিধিনেষেধ আরোপ করেছে।
Advertisement
এসএ