মারা গেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি কিডনি রোগে ভুগছিলেন।
Advertisement
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জাগো নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুর আগে গৌতম আইচ সরকারের শ্বাসকষ্ট থাকলেও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার সন্দেহ করছেন না খাদ্য সচিব কিংবা মারা যাওয়া অতিরিক্ত সচিবের পরিবার। মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
খাদ্য সচিব বলেন, ‘ওনার করোনা হয়নি। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তার কিডনিরও সমস্যা রয়েছে। প্রতি সপ্তাহে তিনবার তার ডায়ালাইসিস করা লাগত। করোনা পরিস্থিতিতে উনি ঠিকমতো ডায়ালাইসিস করাতে পারেননি। উনি তো প্রায় এক বছর ধরে ঘরেই, অসুস্থতার জন্য বের হতে পারেননি।’
Advertisement
অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে সচিব বলেন, ‘গতকাল অবস্থা বেশি খারাপ হলে চিকিৎসকরা আইসিইউতে নিতে চেয়েছিলেন। কিন্তু তার স্ত্রীসহ পরিবারের লোকজন করোনার ভয়ে আইসিইউতে নিতে দেননি, কারণ আইসিইউতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা তো কোভিড-১৯ হাসপাতাল। আমি চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। তার পরিবারও মনে করছে না তিনি করোনায় আক্রান্ত ছিলেন।’
আরএমএম/বিএ/এমকেএইচ