জাতীয়

১৫০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিল এইচএসএফ

করোনাভাইরাসের সংকটকালে অসহায় ১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি সংগঠন হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)।

Advertisement

শনিবার (৯ মে) রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, পোলাওয়ে চাল, তেল, লবণ, সেমাই এবং দুধ।

বিতরণকালে উপস্থিত ছিলেন- এইচএসএফের চেয়ারম্যান এম এ মুকিত এবং কার্য‍নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।

Advertisement

এইচএসএফ চেয়ারম্যান এম এ মুকিত বলেন, দেশের মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে আমরাই জয়ী হব। তবে এই ক্রান্তিকালে অনেকে অসহায় হয়ে পড়ছেন। তাদের সহায় হিসেবে উচ্চবিত্তদের এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে বেশ কয়েকটি জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এফএইচ/বিএ/জেআইএম

Advertisement