জাতীয়

অসহায়দের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছেন আ.লীগ নেতা শাহিন

সৈয়দ আমানত আলী

Advertisement

নভেল করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন থমকে আছে। এতে বাংলাদেশও বাদ পড়েনি। গত ২৬ মার্চ থেকে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তবে এমন সময়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। কর্মহীন মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটে। ঠিক সেই মুহূর্ত থেকে এই কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহিন।

তিনি বলে দিয়েছেন যেকোনো এলাকারই হোক না কেন খাদ্য সহায়তা নিতে লাগবে না কোনো পরিচয়পত্র। শুধু নাম-ঠিকানা দিলেই খাদ্য পৌঁছে যাবে বাসায়।

সরেজমিনে দেখা যায়, করোনার প্রভাবে খাদ্য সংকটের এমন মুহূর্তে গত ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন আবু সায়েম শাহিন। তার এসব সহায়তায় একটি পরিবার তিনদিন পর্যন্ত চলতে পারে। রাজধানীসহ দেশের যেকোনো প্রান্তে থাকা অসহায়দের যেন সহায়তার আওতায় আনা যায় এ জন্য করোনা সংকটের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মানুষের পাশে মানুষ: পাবলিক গ্রুপ’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপে দুই হাজার ৬০০ সদস্য আছে এবং নতুন করে প্রতিদিন সদস্য বাড়ছে। এই গ্রুপের মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে খাদ্য সহায়তার জন্য জানালেই পৌঁছে যাচ্ছে খাবার।

Advertisement

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, ভবঘুরে, ভিক্ষুক ও সমাজের অন্যান্য স্তরের সংকটাপন্ন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে খাবার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এসেও তার বাড়ি থেকে এই খাদ্য সহায়তা গ্রহণ করছেন। এছাড়াও আবু সায়েম শাহিন বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে খাবারের সন্ধানে বের হওয়া ও অপেক্ষায় থাকা মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন।

এক শ্রেণির মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছেন যারা নিজেদের অসচ্ছলতার কথা প্রকাশ করতে পারছেন না, বিভিন্ন গোপন সূত্রে খবর নিয়ে এমন সব পরিবারকে খুঁজে বের করে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগের এই নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি শুধু আওয়ামী লীগ নেতাই নন, একজন ক্রীড়া সংগঠকও। করোনাভাইরাসে সবকিছু বন্ধ হওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। লকডাউনে খেলা না থাকায় অনেক খেলোয়াড়ের আয়ের পথ এখন বন্ধ। এমন খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন হকি খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মো. আবু সায়েম শাহীন। গত বৃহস্পতিবার রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অসহায় এমন প্রায় ৫০০ খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। লকডাউনের কারণে ঢাকায় আসতে না পারা দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের কুরিয়ারের মাধ্যমে উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

এসব বিষয়ে কথা হয় মো. আবু সায়েম শাহিনের সাথে। তিনি জাগো নিউজকে বলেন, মানুষ মানুষের জন্য। দেশের সংকটকালে আমি যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে এই সম্পদ দিয়ে কী লাভ। যদি মারা যাই তাহলে এই সম্পদ দিয়ে কী হবে। আমি সবসময় চেষ্টা করি সুসময়ে নয়, বিপদে মানুষের পাশে থাকতে।

Advertisement

তিনি বলেন, আমি সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা থেকে শুরু করে আজ অবধি আড়াই লাখ মানুষকে উপহার সামগ্রী দিয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিজ উদ্যোগে অসহায় মানুষকে সহায়তা করছি। আমি যে খাবার দিয়েছি তাতে তিনজনের একটি পরিবার তিনদিন চলতে পারবে। যে যেভাবে আমার সাথে যোগাযোগ করছে আমি সহায়তা করে যাচ্ছি। গভীর রাতে সড়কে খাদ্য নিয়ে ঘুরছি। বস্তিতে যেয়ে খাবার দিয়ে আসছি।

আবু সায়েম শাহিন বলেন, অনেককে দেখছি এলাকার ভোটার না হলে কোনো খাদ্য সহায়তা দিচ্ছেন না। তাহলে যারা এই শহরে জীবিকার জন্য এসেছেন যারা এলাকার ভোটার নয়, তাদের কি খাদ্য সহায়তা পাওয়ার অধিকার নাই। আমার কাছে কোনো আইডি কার্ড লাগে না। শুধু নাম-মোবাইল নম্বর হলেই খাদ্য পৌঁছে দেব। আমার কাছে যথেষ্ট খাবার মজুত আছে। যতদিন সংকট না কাটে ততদিন দিতেই থাকব।

তিনি বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের সহায়তা করুন।

বিএ/এমকেএইচ