দেশজুড়ে

কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে গুলি : নিহত ২

কক্সবাজার শহরের নতুন জেলখানার পেছনে দক্ষিণ রুমালিয়ারছরা সীমানায় এবার রমজান বাহিনী ও নুর আলম বাহিনীর মাঝে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রোববার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নুর আলম বাহিনী প্রধান নুর আলম ও তার সহযোগী বার্মায়া কালু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলখানার পেছনে ও দক্ষিণ রুমালিয়ারছরা সীমান্তের পাহাড় ঘেরা এলাকার সন্ত্রাসী নূরুল আলম ও রমজান বাহিনীর সদস্যরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় নুরুল আলম তার সহযোগী বর্মাইায়া কালু। এসময় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেলেও তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি কেউ। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জাগো নিউজকে জানান, দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল আলম ও তার সহযোগী বার্মাইয়া কালুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে তিনটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উল্লে­খ্য, শুক্রবার রাতে দক্ষিণ রুমালিয়ারছরা সমিতি বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসনাত ও রকি বাহিনীর বন্দুকযুদ্ধে শেখ আবদুল্লাহ নামের একজন নিহত হন। এর একদিনের মাথায় আবারো বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

Advertisement