তৃষ্ণা মেটাতে অনেকেই দোকান থেকে কিনে লাচ্ছি খান। লাচ্ছি খেতে ভালোবাসেন বলে দোকানে গিয়ে পয়সা খরচ করার দরকার নেই, বাসায় বসেই তৈরি করতে পারেন মিষ্টি স্বাদের এই পানীয়টি। রইলো রেসিপি-উপকরণ : ৫০০ গ্রাম মিষ্টি দই, ১ কাপ গুঁড়ো দুধ, চিনি মিষ্টি অনুযায়ী, আধা কাপ পছন্দের ফ্লেভার (বাদাম, আম, কলা, আপেল, স্ট্রবেরি, চকলেট ইত্যাদি), বরফ টুকরো পরিমাণ মতো ও পানি। প্রণালি : প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, চিনি ও পানি একসাথে দিয়ে ভালো করে চিনি ও দুধ গলিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ব্লেন্ডারে মিষ্টি দই ও পছন্দের ফ্লেভার অর্থাৎ আম, কলা, বাদাম, স্ট্রবেরি, গলানো চকলেট ইত্যাদি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর দুধ, চিনি ও পানির মিশ্রন ব্লেন্ডারে দিন ও ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর বরফের টুকরো দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিন যাতে বরফ কুচি হয়ে মিশে যায় লাচ্ছির সাথে। এখন গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি ও খানিকটা গুঁড়ো দুধ ছিটিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু লাচ্ছি।এইচএন/পিআর
Advertisement