দেশজুড়ে

দেওয়ানগঞ্জে ২ বন্যহাতির মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিনিয়তই বন্যহাতির দল দেওয়ানগঞ্জের পাথরেরচর, মাখনেরচর ও বাঘারচর গ্রামে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করে। রোববার সকালে স্থানীয়রা ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের ভূখণ্ডে দুটি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে হাতি দুটির মরদেহ উদ্ধার করা হয়। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডল জাগো নিউজকে জানান, কিভাবে হাতি দুটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ভারত থেকে হাতিগুলো কোনোভাবে আক্রমণের শিকার হয়ে থাকতে পারে।এ ব্যাপারে দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জাগো নিউজকে জানান, হাতি দুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে হাতির মৃত্যু সম্পর্কে বলা যাবে না। শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি

Advertisement