তরুণ প্রজন্মকে আধুনিক ও ডিজিটাল শিক্ষায় আলোকিত করার জন্য রাজবাড়ীতে ওয়েক আপ আইসিটি একাডেমির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ড. মুহাম্মদ জাফর ইকবাল এ একাডেমির উদ্বোধন করেন।জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক, বাংলাদেশ টেলিযোগাযোগ প্রাক্তন কমিশনার প্রকৌশলী এসএম মুনির আহম্মেদ, রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান, লেখক ও গবেষক প্রফেসর মতিয়ার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়েক আপ আইসিটি একাডেমির চেয়ারম্যান ডা. এএনএম মোমেনজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিতসহ জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠান শুরুর আগে ড. মুহাম্মদ জাফর ইকবাল ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।রুবেলুর রহমান/এসএস/পিআর
Advertisement