দেশজুড়ে

মাদারীপুরে একই গ্রামের ছয়জনসহ করোনা আক্রান্ত আরও সাত

মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ৪ দিন পরে ওই এলাকার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই উপজেলার মজুমদার কান্দি গ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল। ওই এলাকার ৪৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।

Advertisement

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘ইমাম সাহেবের সাথে বেশি সংস্পর্শে আসা প্রথমে ১৯ জনের নমুনা মঙ্গলবার দুপুরে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সকালে নমুনার ওই রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। দ্বিতীয় পর্যায়ে গত ৬ মে আরও ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ১৯ বছর থেকে ৬০ বছর।

ওই ইমাম দীর্ঘ দিন ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, মসজিদের ইমামের সংস্পর্শে আসা ৪৭ বাড়ি বিশেষভাবে লকডাউন করে করা হয় এবং আমরা ওই এলাকার প্রতি বিশেষ নজর রাখছি। মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এ পর্যন্ত মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৪৮ জন। এর মধ্যে সদরে ১০, শিবচরে ২৩, রাজৈরে ১৪ ও কালকিনিতে ১ জন।

Advertisement

এ কে এম নাসিরুল হক/জেডএ