দেশজুড়ে

সিলেটে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ তিনজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

Advertisement

রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়ে বলেন, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। তারা সিলেট সদর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ২৬৪ জন। এর মধ্যে হবিগঞ্জে ৯০ জন, সিলেট জেলায় ৮২জন, সুনামগঞ্জে ৫৭ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আক্রান্ত ২৬৪ জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক ইন্টার্ন চিকিৎসকসহ সাতজন।

Advertisement

ছামির মাহমুদ/জেডএ