রাজধানীসহ সারাদেশে নতুন করে আরও ২২ জন চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ১৩ জন ও সিলেটে ৯ জন। এ নিয়ে আক্রান্ত চিকিৎসকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জনে।
Advertisement
শুক্রবার (৮ মে) ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হালনাগাদ তথ্যে জানা যায়, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায়-৪৪৫ জন। এছাড়া বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ৩৪ জন, খুলনায় ৪৪ জন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন আর মারা গেছেন সাতজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।
Advertisement
এমইউ/এসআর/জেআইএম