দেশজুড়ে

শরীয়তপু‌রে চারজনের করোনা পজি‌টিভ, সুস্থ হলেন এক নারী

শরীয়তপু‌রে নতুন ক‌রে আরও চারজন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। পাশাপা‌শি একজন নারী ক‌রোনাজয় ক‌রে সুস্থ হ‌য়ে‌ উঠে‌ছেন।

Advertisement

শুক্রবার (০৮ মে) বি‌কেলে জরু‌রি সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নিয়ে‌ছেন শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ ।

ডা. আবদুর রশিদ জানান, শরীয়তপু‌রে আরও চারজনের ক‌রোনা প‌জি‌টিভ এসে‌ছে। এর ম‌ধ্যে শরীয়তপুর সদর উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নে একজন, বি‌নোদপুর ইউনিয়‌নে একজন, ন‌ড়িয়া উপ‌জেলার ভূমখাড়া ইউনিয়‌নে একজন এবং ভেদরগঞ্জ উপ‌জেলার চরকুমা‌রিয়া ইউ‌নিয়‌নে একজন। ত‌বে ডামুড্যা উপ‌জেলায় এক নারী ক‌রোনা সংক্রমণ থে‌কে সুস্থ হ‌য়ে‌ উঠে‌ছেন।

তি‌নি জানান, এ পর্যন্ত জেলায় এক হাজার ১৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৯৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনায় আক্রান্ত মোট ৫২ জন।

Advertisement

খোঁজ নি‌য়ে জানা যায়, ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকায় রো‌কেয়া বেগম না‌মে এক গৃহবধূ তার স্বামী‌কে চি‌কিৎসা করা‌তে ঢাকায় চি‌কিৎস‌কের কা‌ছে যান। চি‌কিৎসা শে‌ষে বিশাকুড়ি এলাকায় তার নিজ গ্রামে ফি‌রেন। ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ ক‌রে আইইডিসিআরে পাঠানো হয়। ১৭ এপ্রিল ওই গৃহবধূর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। প‌রে তা‌কে বা‌ড়ি‌তেই আইসো‌লেশ‌নে রা‌খেন জেলা স্বাস্থ্য বিভাগ।

প‌রে ১২ দিন আইসো‌লেশ‌নে থাকার পর ২৮ এপ্রিল ও ২১ দিন পর ০৮ মে দুইবার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করলে ফলাফল নে‌গে‌টিভ আসে।

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।

মো. ছ‌গির হো‌সেন/এমএএস/জেআইএম

Advertisement