দেশজুড়ে

কৃষকের ডাকে সাড়া দিয়ে ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

Advertisement

শুক্রবার (০৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের কৃষক ওহেদুল ইসলামের বোরা ধান কেটে তা মাড়াই করে ঘরে তুলে দেন তারা।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী কৃষক ওহেদুল ইসলামের ধান কাটায় অংশ নেন। এ সময় দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে কৃষকের ঘরে তুলে দেন তারা।

জানা যায়, দিনাজপুরে আংশিক বোরো ধান কাটা শুরু হয়েছে। ভোরা মৌসুম শুরু হতে আরও অন্তত সাত-আটদিন সময় লাগবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর আগামী ১৪-১৫ মে থেকে ধান কাটা শুরু করবে। যারা আগাম বোরো ধান চাষ করেছেন তারা করোনাভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক সঙ্কটে পড়েছেন। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়ায় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।

Advertisement

কৃষক ওহেদুল ইসলাম বলেন, আমার বোরো ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ধান কাটার জন্য অর্থ জোগান দেয়াও ছিল কষ্টকর। তাই বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের ধান কেটে দেয়ার খবর শুনে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বলেছিলাম ধান কেটে দিতে। তারা সত্যি আমার ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে ঘরে তুলে দিয়েছেন। আমি ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে খুশি হয়েছি।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, দেশের যেকোনো সঙ্কটে সাধারণ মানুষের পাশে থেকেছে ছাত্রলীগ। কৃষকের এই সঙ্কটেও ছাত্রলীগ কৃষকের পাশে থাকবে। তাই এই সঙ্কট উত্তরণের লক্ষ্যেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

Advertisement