শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। তার (উপাচার্যের) অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষকদেরও ভর্তি কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার বেলা ১১ টায় সম্প্রতি ভারত সফর করে আসা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি (উপাচার্য) এসব কথা বলেন। এ সময় প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, শাহ পরাণ হলের সহকারী প্রাধ্যক্ষ শাহেদুল হোসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উপাচার্য আরো বলেন, আমি আশা করছি আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ভর্তি কার্যক্রমে অংশ নিবেন। তাছাড়া তিনি সনাতন ধর্মাবলম্বী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।এর আগে গত ১৫ অক্টোবর আন্দোলনরত শতাধিক শিক্ষক ভর্তি কার্যক্রমে অংশ না নেয়ার কথা জানিয়ে রেজিস্ট্রারকে একটি চিঠি দিয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা গত ছয় মাস ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনকারী শিক্ষকরা গত ৮ অক্টোবর আন্দোলন সাময়িক স্থগিত করলেও ভর্তি কার্যক্রমসহ কোনো প্রশাসনিক কাজে অংশ না নেয়ার কথা বলেন। তবে তারা (আন্দোলনকারী শিক্ষকরা) ক্লাস-পরীক্ষা নিবেন বলে জানা গেছে।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/আরআইপি
Advertisement