গণমাধ্যম

সাংবাদিক আসলামের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

Advertisement

বিবৃতিতে তিনি আসলাম রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রচণ্ড জ্বর ও ডায়রিয়ায় দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এর আগে গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান

Advertisement

এরপর গত মঙ্গলবার (৫ মে) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একই পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যু হয়। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

এফএইচএস/এমএফ/জেআইএম