গত ২৪ ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাতে আরও ৫৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসের দেশটিতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২৬৫ জন।
Advertisement
শুক্রবার (৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯৩ জনে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬৫ জন। ৩ হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছেন।
এদিকে, এখন পর্যন্ত আমিরাতে প্রায় ১৩ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে ছিটানো অব্যাহত রয়েছে। রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
Advertisement
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৯ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ৭১ হাজারের বেশি মানুষের।
এফআর/পিআর