সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
Advertisement
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত দুজন উপজেলার জামতৈল ইউনিয়নের হালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মা-ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, উপজেলার হালুয়াকান্দি গ্রামে সেলিম নামে এক ব্যক্তি স্বপরিবারে গত ২৯ এপ্রিল রাতে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতেই তার বাড়ি লকডাউন করা হয়। করোনা সন্দেহ হওয়ায় ৩০ এপ্রিল সকালে সেলিমসহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। শুক্রবার (৮ মে) ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে সেলিমের স্ত্রী (৩৫) ও তার ছেলের (৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
Advertisement
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর