দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আজ দু’জনের মৃত্যু, আক্রান্ত ১২

কুমিল্লায় নতুন করে একই পরিবারের ৫ জনসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ৬ জনের। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

Advertisement

তিনি আরও জানান, শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারের একই পরিবারের ৫ জনসহ ৬ জন, বরুড়ার ৩ জন, সিটি কর্পোরেশন এলাকায় ২ জন ও আদর্শ সদর উপজেলায় ১ জন রয়েছেন। উপজেলাওয়ারী আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে দেবিদ্বার উপজেলা আক্রান্ত ৩৮ জন ও মৃত্যু ৫। আজ মৃত ২ ব্যক্তির বাড়িও দেবিদ্বারে।

এছাড়াও আক্রান্তদের মধ্যে তিতাসে ১১, লাকসামে ১৩, দাউদকান্দিতে ৮, চান্দিনায় ১১, বুড়িচংয়ে ৮, মুরাদনগরে ১২, বরুড়ায় ১০, মনোহরগঞ্জে ৫, ব্রাহ্মণপাড়ায় ২, হোমনায় ২, সদর দক্ষিণে ৩, মেঘনায় ২, আদর্শ সদরে ২, চৌদ্দগ্রামে ১ এবং সিটি কর্পোরেশনে ৬ জনসহ মোট ১৩৪ জন।

সিভিল সার্জন আরও বলেন, শুক্রবার (৮ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৯৯৮টি নমুনার মধ্যে দুই হাজার ৬৮৩টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং মারা গেছেন ৬ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা। মৃত ৬ জনের মধ্যে ৫ জনের বাড়িই দেবিদ্বারে।

Advertisement

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান মুঠোফোনে জানান, এই প্রথমবারের মতো চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী এ হাসপাতালে মারা গেছেন। গত সোমবার (৪ মে) বিকেলে দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের আতিকুল (৬০) করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরদিন সকালে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা নেয়া হয়। আজ শুক্রবার তার করোনার ফলাফল পজিটিভ আসায় আগে মৃত্যু হলেও শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগের করোনায় মৃতের তালিকায় তার নাম যুক্ত হয়।

এদিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিব হাসান জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার চাঁপানগর গ্রামের জামাল হাজারী (৩৬) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাতেই উপজেলা প্রশাসনের নির্দেশনায় তার দাফন সম্পন্ন হয়। আজ (শুক্রবার) সকালে ওই ব্যক্তির বাড়ি লকডাউনসহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, দেবিদ্বারে নতুন ৬ জন আক্রান্তের মধ্যে ৩ দিন আগে লকডাউন করা উপজেলা সদরের ছোটআলমপুর এলাকার একটি পরিবারের ৫ সদস্য রয়েছেন।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম

Advertisement